ময়মনসিংহের গৌরীপুরে যুবলীগের কোন্দলে বোমাবাজি
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা যুবলীগের কোন্দলে ইউএনওর বাসভবনসহ পাঁচ জায়গায় পেট্টোলবোমা হামলা হয়েছে; ঘটনার পর শহরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহম্মেদ জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হামলার এসব ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
প্রায় একই সময় পাঁচ জায়গায় হামলার এ ঘটনায় পৌরশহরটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসার জানালার কাচ ভেঙে গেছে।
ওসি দেলোয়ার বলেন, “ইউএনওর বাসভবন ছাড়াও উত্তরবাজার, সিনেমা হল মোড়, বালুয়াপাড়া মোড়, মধ্যমতরফ মোড়ে কে বা কারা পেট্টোল বোমা নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে বোমার আলামত উদ্ধার করা হয়েছে।
“উপজেলা যুবলীগের সম্মেলন ঘিরে একটি পক্ষ এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ বোমা নিক্ষেপকারীদের শনাক্ত করার চেষ্টা করছে।”
বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলা ইউএনওর বাসভবনের কাছে বঙ্গবন্ধু চত্বরে উপজেলা যুবলীগের সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
ইউএনও মর্জিনা আক্তার বলেন, “গৌরীপুর উপজেলা যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে আমার বাসাসহ পাঁচ জায়গায় বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
“আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য শহরের শহীদ হারুন পার্ক, বঙ্গবন্ধু চত্বরসহ আশপাশের এলাকায় মাইকিং করে বেলা ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।”
পেট্টোলবোমার বিস্ফোরণে তার বাসার জানালার কাচ ভেঙে গেছে বলে তিনি জানান।
এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি সানাউল হক বলেন, কেন্দ্রীয় কমিটির পরামর্শে বৃহস্পতিবার বেলা ২টায় সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
“সম্মেলন পণ্ড করার জন্য ময়মসসিংহ-৪ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদের সর্থকরা বোমাবাজির এ ঘটনা ঘটিয়েছে।”
তবে সংসদ সদস্য নাজিম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, “হেরে যাওয়ার ভয়ে সানাউল হক পক্ষই এ ঘটনা ঘটিয়েছে।”
আরও খবর জানতে ক্লিক করুন : ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা যুবলীগের কোন্দলে ইউএনওর বাসভবনসহ পাঁচ জায়গায় পেট্টোলবোমা হামলা হয়েছে; ঘটনার পর শহরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহম্মেদ জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হামলার এসব ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
প্রায় একই সময় পাঁচ জায়গায় হামলার এ ঘটনায় পৌরশহরটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসার জানালার কাচ ভেঙে গেছে।
ওসি দেলোয়ার বলেন, “ইউএনওর বাসভবন ছাড়াও উত্তরবাজার, সিনেমা হল মোড়, বালুয়াপাড়া মোড়, মধ্যমতরফ মোড়ে কে বা কারা পেট্টোল বোমা নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে বোমার আলামত উদ্ধার করা হয়েছে।
“উপজেলা যুবলীগের সম্মেলন ঘিরে একটি পক্ষ এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ বোমা নিক্ষেপকারীদের শনাক্ত করার চেষ্টা করছে।”
বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলা ইউএনওর বাসভবনের কাছে বঙ্গবন্ধু চত্বরে উপজেলা যুবলীগের সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
ইউএনও মর্জিনা আক্তার বলেন, “গৌরীপুর উপজেলা যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে আমার বাসাসহ পাঁচ জায়গায় বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
“আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য শহরের শহীদ হারুন পার্ক, বঙ্গবন্ধু চত্বরসহ আশপাশের এলাকায় মাইকিং করে বেলা ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।”
পেট্টোলবোমার বিস্ফোরণে তার বাসার জানালার কাচ ভেঙে গেছে বলে তিনি জানান।
এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি সানাউল হক বলেন, কেন্দ্রীয় কমিটির পরামর্শে বৃহস্পতিবার বেলা ২টায় সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
“সম্মেলন পণ্ড করার জন্য ময়মসসিংহ-৪ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদের সর্থকরা বোমাবাজির এ ঘটনা ঘটিয়েছে।”
তবে সংসদ সদস্য নাজিম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, “হেরে যাওয়ার ভয়ে সানাউল হক পক্ষই এ ঘটনা ঘটিয়েছে।”
আরও খবর জানতে ক্লিক করুন : ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহের গৌরীপুরে যুবলীগের কোন্দলে বোমাবাজি
Reviewed by Cybercoder one
on
November 30, 2017
Rating:
No comments:
Post a Comment